জামালপুরে একতা ক্লাবের ২৫ বছর পূর্তি উদযাপন
মোঃ রাকিব হাসান জামালপুর।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘একতা ক্লাব’ এর ২৫ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার ৩০ আক্টোবর সকালে শহরের হিরু সড়ক এলাকায় একতা ক্লাব কার্যলয় প্রাঙ্গনে জাতীয় ও কাব্লের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ২৫ বছর পূর্তির উদযাপন শুরু করেন ক্লাব কর্মকর্তা ও সদস্যরা। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের করেন তারা। র্যা লিটি শহর প্রদক্ষিণ শেষে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। এসময় ক্লাব সভাপতি আসিফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. তৌফিকুল ইসলাম রবিন, ২৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক সোহেল রহমান রিপন, ক্লাবের সাবেক সভাপতি হাসান ইমাম খান, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল উদ্দিন ম-লসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা, কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে একতা ক্লাবের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়।
দিনব্যাপী নানা আয়োজনে ক্লাব সদস্য এসএম কামরুল হাসান বাদল, জাহিদ নূর এমিল, মো. হারেস, মো. আমিনুর রহমান হিমেল, মো. আবুল কাশেম, তানভীর মাহমুদ নয়ন, শাহরিয়ার হাবিবসহ অন্যান্য ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।
৩০.১০.২১