জামালপুরে ইসলামপুর যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে আহত করে হত্যার হুমকি থানায় অভিযোগ
বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি : জামালপুরে ইসলামপুর উপজেলা যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে আহত করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ময়নুল (২৫) নামের এক হুজুর বিরুদ্ধে। যানা যায়, ধনতলা দারুল কুরআন হাফিজীয়া মাদ্রাসা হেফজ শিক্ষক ময়নুল।
জানা গেছে,উপজেলার বেলগাছা ধনতলা এলাকার সাদা প্রধান মেয়ে সালমা বেগমের ও উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা গ্রামে লাল মিয়া ছেলে ময়নুল ইসলাম সাথে বিবাহ হয় গত ১৭/০২/২১ইং সালে। বিয়ের পর থেকে নানা তালবাহনা করে প্রয়োজন দেখিয়ে স্ত্রী সালমা কাছ থেকে টাকা পয়শা হাতিয়ে নিতেন। বিয়ের ১৬ মাসে প্রায় এক লাখ পয়ষট্টি হাজার টাকা হাতিয়ে নেয়।
২০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ৭ টার দিকে স্ত্রী সালমা বেগমের কাছে পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করে ময়নুল ইসলাম, টাকা দিতে অস্বীকার করলে তাকে পিটিয়ে গুতর আহত করে। ওই সময় নগদ টাকা না পেয়ে স্ত্রীর গলায় থাকা স্বর্নের চেইন ও হাতে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে নেয়, তার পর ছালমা বেগমকে ময়নুলের ঘরে তলাবদ্ধ করে রাখে।
খবর পেয়ে সালমার বাবা-মা- ভাই- ময়নুল ইসলামের বাড়ি ছোটে আসে, পরে ময়নুলের বাবা-মা- ভাই সালমার পরিবারের টানাহেচড়া করে ও মেরে ফেলা হুমকি দেয়,এ ব্যপারে ভুক্তভোগী পিতা: সাদা প্রধান বাদী হয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে, পরে এস আই আবু রায়হান ও পুলিশ ফোর্স নিয়ে ময়নুলের বাড়িতে এসে সালমা বেগমকে তলাবদ্ধ থেকে উদ্ধার করে,যাওয়ার সময় তাকে স্বামী বলে পরিচয় দিলে মেরে ফেলার হুমকি প্রদান করে, ময়নুল অন্য মেয়ে সাথে প্রেম করে বলে জানান ভুক্তভোগী ঐ নারী।
তার পর সালমা বেগমকে ইসলামপুর সরকার হাসপাতালে জরুরি বিভাগ নিয়ে যায়, জরুরী বিভাগে চিকিৎসক রোগী আশঙ্কা জনক দেখে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করে।
সাংবাদিকরা অভিযোগ কারী সাথে কথা বলতে চাইলে ময়নুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যায়।
এ ব্যপারে ইসলামপুর থানার অফিসার্স ইনচার্জ মাজেদুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।