জামালপুরে আলোর পথ সংগঠন ও নৈশ বিদ্যালয় শুভ উদ্বোধন আলোচনা সভা সাংস্কৃতির অনুষ্ঠান
মোঃরাকিব হাসান জামালপুর।
জামালপুরে আলোর পথ সংগঠন ও নৈশ বিদ্যালয় শুভ উদ্বোধন আলোচনা সভা সাংস্কৃতির অনুষ্ঠান
মঙ্গলবার (৩১ডিসেম্বর) রাতে মধ্য বাগেরহাটা আসলাম মাঠ প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করেন আলোর পথ সংগঠনের শুভ উদ্বোধন,উদ্বোধক,মোঃমোস্তাফিজুর রহমান বাপ্পি,এমডি জামালপুর সেন্ট্রাল হাসপাতাল জামালপুর,প্রধান অতিথি,মোঃআসলাম আল কাদরী,সভাপতি মধ্য বাগেরহাটা সমাজ কল্যাণ সমিতি,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,মোঃমিন্টু,সভাপতি আলোর পথ সংগঠন,সঞ্চালনায়,মোঃআশিক হাসান সাধারণ সম্পাদক আলোর পথ সংগঠন,
বিশেষ অতিথি,মোঃআরমান হোসেন সাধারণ সম্পাদক মধ্য বাগেরহাটা সমাজ কল্যাণ সমিতি,মোঃজাহিদ,সাংগঠনিক সম্পাদক মধ্য বাগেরহাটা সমাজ কল্যাণ সমিতি,মোঃঅপেল মিয়া সহকারী শিক্ষক,সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়
সারাদিনের কর্মসূচি সকাল আট ঘটিকায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন,ত্রীড়া প্রতিযোগিতা,আলোচনা সভা,মনোঞ্জ সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোজন মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।