জামালপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার দাবিতে মৌন মিছিল-প্রতিবাদ সমাবেশ
মোঃ রাকিব হাসান স্টাফ রিপোর্টার।
জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে অষ্টম দিনের মতো আন্দোলন করেছে সাংবাদিকরা।
শনিবার ১১ ডিসেম্বর সকালে শহরের বকুলতলা চত্বর থেকে মৌন মিছিল বের করে সাংবাদিকরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে অবিলম্বে পুলিশ সুপারকে প্রত্যাহার এবং অনুমোদনবিহীন পুনাক মেলা বন্ধের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। গত শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের ডাকেন পুলিশ সুপার। সভায় উপস্থিত না হওয়ায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে এনে পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকী দেন। এরপর থেকে টানা ৮ দিন ধরে জেলার সাংবাদিকদের সবগুলো সংগঠন ঐক্যবদ্ধ হয়ে লাগাতার আন্দোলন করে যাচ্ছে।
১১.১২.২১