জামালপুরের আল-কোরআনের আলোকযাত্রা অনুস্ঠানের শুভ উদ্বোধন।
মোঃরাকিব হাসান জামালপুর।
জামালপুরের বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকার উদ্যোগে আল-কোরআনের আলোকযাত্রা অনুস্ঠানের শুভ উদ্বোধন।
শনিবার(১৪ ডিসেম্বর )সকালে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির উদ্যোগে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“আল-কোরআনে আলোকযাত্রা” এই প্রতিপাদ্য টি সামনে রেখে হিফজুল প্রতিযোগিতা অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাসিনা বেগম,সভাপতিত্ব করেন বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার ব্যারিষ্টার মুহতাসিম বিল্লাহ ফারুকী। শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড,শাহ্ ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ- উপচার্য প্রফেসর ড.মোহম্মদ মোশাররফ হোসেন,সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড.মুজাহিদ বিল্লাহ ফারুকী, জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা, সফিউর রহমান শফি,
সভাপতি,সদর উপজেলা বিএনপি জামালপুর,
বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা এর আয়োজনে প্রথম বারের এই হিফজুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ত্রিশ পারা,বিশ পারা,দশ পারা ও পাঁচ পারা নিয়ে। চারটি স্তরের প্রতিযোগিতায় জামালপুরের প্রায় তিন শত প্রতিযোগী সহ বৃহত্তর ময়মনসিংহ বিভাগে প্রায় চোদ্দ থেকে পনের শত ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটি নিয়ন্ত্রণ করেন বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা মহাসচিব মোহাম্মদ শকিল মাহমুদ শামীম,জাতীয় রাজস্ব বোর্ড অতিরিক্ত কর কমিশনার ও আল- কোরআনের আলোকযাত্রা আহব্বায়ক মোঃ মাসুদ রানা ও যুব সমিতির ট্রেজারর মোহাম্মদ আব্দুল লাহী বাকী।