জাবি ছাত্রকে মারধর, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ।
বাপ্পি কুমার নাথ, ঢাকা জেলা প্রতিনিধি ।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে গিয়ে অনিয়মের প্রতিবাদ করায় আনসার সদস্যদের দ্বারা বেধড়ক মারধরের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি ) প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রকে নুর হোসাইন।
এর প্রতিবাদে মঙ্গলবার ( ১৪ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন নুর হোসাইনের বড় ভাই, বন্ধু, ছোট ভাই ও সহপাঠীরা।
এর আগে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা মহাসড়কের পাশে মানববন্ধন থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা যায়।
জানা যায় – গতকাল আনুমানিক দুপুর ২ টার সময় সাভার নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে নুর হোসাইনকে কয়েকজন আনসার সদস্য ব্যাপক মারধর করেন।
পরে ৯৯৯ এ ফোন করলে নিকটস্থ থানা থেকে পুলিশ এসে তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে নিউরোসায়েন্স ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়েছে।