শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

জাতীয় ঐক্য গড়তে কোনো চেষ্টা বাকি রাখব না: তালেবান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৭৬ বার পঠিত

 

জাতীয় ঐক্য গড়তে কোনো চেষ্টা বাকি রাখব না: তালেবান

জসীম উদ্দিন ইতি

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানে জাতীয় ঐক্য
গড়তে তারা বিন্দুমাত্র চেষ্টা বাকি রাখবেন না। মঙ্গলবার এক সংবাদ
সম্মেলনে তিনি এই কথা বলেন। আল জাজিরা এই খবর জানিয়েছে।

সংবাদ সম্মেলনে তালেবানের এই মুখপাত্র বলেন, আমি আপনাদের মাঝে এই
অঙ্গীকার করছি যে, সামাজিক সম্প্রতি এবং জাতীয় ঐক্য গড়তে বিন্দুমাত্র
চেষ্টা বাকি রাখব না। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা রাজনৈতিক স্বাধীনতা
পেয়েছি। এখন আমাদের অর্থনীতি এবং অর্থনৈতিক স্বাধীনতা পুনুরুদ্ধার করা
খুব গুরুত্বপূর্ণ।

এর আগে মঙ্গলবার সকালে কাবুল বিমানবন্দরে উপস্থিতি হয়ে তালেবানের এই নেতা
আফগান জনগণের সাথে সদয় আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রতি
আচরণের প্রশ্নে আমি আপনাদের সতর্ক হতে বলব। এই দেশ বহু দুঃকষ্ট ভোগ
করেছে। আপনাদের ভালবাসা ও সহমর্মিতা তাদের প্রাপ্য। তাই তাদের সাথে কমল
আচরণ করুন। আমরা তাদের সেবক। তাদের ওপর আমরা নিজেদের চাপিয়ে দিতে পারি
না।

দীর্ঘ ২০ বছরের যুদ্ধ শেষ করে সোমবার মধ্যরাতে শেষ মার্কিন বিমান
আফগানিস্তান ত্যাগ করে। এই বিমান আফগানিস্তানের মাটি ত্যাগ করার পর পরই
তালেবানের আনন্দ উল্লাস উদযাপন শুরু করে। তাদের ফাঁকাগুলির শব্দে মুখরিত
হয়ে ওঠে কাবুলের আকাশ।

সকালে সেখানে হাজির হন তালেবানের রাজনৈতিক নেতারা। তারা সেখানে মোতায়েন
করা তালেবান বাহিনীর প্রতি বক্তব্য রাখেন। বিমানবন্দরের টারম্যাকে
দাঁড়িয়ে তালেবানের বিজয় ঘোষণা করেন জাবিউল্লাহ মুজাহিদ। সিনিয়র এই
তালেবান নেতা বলেন, এটা শুধু তালেবানের বিজয় না, এটা আফগান জনগণের
বিজয়। ভবিষ্যতে কেউ আফগানিস্তান দখল করার চিন্তা করলে তারও এই হাল হবে
বলে হুঁশিয়ারি দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..