জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার বাংলাদেশে প্রথম জানাযা অনুষ্টিত।
মোঃআনছারুজ্জামান স্টাফ রিপোর্টর।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহ সোমবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছালে তার মরদেহে গার্ড অব অনার জানানো হয়।শেষ খবর পর্যন্ত তাহার মরদেহ নিজ গ্রামের দিকে হেলিকপ্টার যোগে রওনা হয়েছে।