জাতীয় শোক দিবস উপলক্ষে আসক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার বিনম্র শ্রদ্ধা
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সকাল ১০.০০ ঘটিকায় ঐতিহ্য জাদুগর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সুনামগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের বিনম্র শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়েছে। শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিচালক ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফজলুল হক মহোদয়। আরো উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এড. মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মকবুল হাসান, আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ আব্দুল কাদির চৌধুরী জিলান, দপ্তর সম্পাদক সজীব দাস, সহ-প্রচার সম্পাদক জাকির হোসেন, সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মোছাঃ আনোয়ারা ইসলাম, নির্বাহী সদস্য মোছাঃ আফিয়া বেগম, নির্বাহী সদস্য কাজী ইসলাম উদ্দিন আজাদ ও সংগঠণের নেতৃবৃন্দ। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করা হয়েছে। তবে, এবারও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।