রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা শাখার নারী সদস্য বহিষ্কার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৫ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সরকারি অনুদানের আশ্বাস দিয়ে জুলাই আন্দোলনে আহতদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার হয়েছেন ফতুল্লা থানা শাখার নারী সদস্য দিলশাদ আফরিন। তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

৮ এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিষ্কার করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় ১০ এপ্রিল।

বহিষ্কার আদেশে যা বলা হয়েছে:
জাতীয় নাগরিক কমিটির বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়—
“আপনার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নিয়ম ও নীতিমালার পরিপন্থী। সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখার স্বার্থে, আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের সুপারিশক্রমে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।”

সংগঠনের অবস্থান:
এই ঘটনায় জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল্লাহ আল আমিন বলেন,
“দিলশাদ আফরিন শহীদ ও আহত কল্যাণ সেলের কোনো দায়িত্বে ছিলেন না। এরপরও তিনি ব্যক্তি উদ্যোগে এসব পরিবারের আর্থিক বিষয়ে কাজ করেছেন, যা কমিটিকে অবগত না করেই করেছেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।”

তিনি আরও জানান, সংগঠনের সুনাম রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য দিলশাদ আফরিনকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..