জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিত২০২৫ ইং অনুষ্ঠিত
মো: কামরুজ্জামান মোল্লা ,বিশেষ প্রতিনিধ শেরপুর
আজ ১১/১০/ ২৫ ইং রোজ শনিবার জাতীয় স্কুল. মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শেরপুর এর আয়োজনে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। জেলা প্রশাসন, শেরপুর-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় উচ্ছ্বাস ও প্রতিযোগিতার মনোভাব নিয়ে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ।
জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর তরফদার মাহমুদুর রহমান।
তিনি বলেন, “ক্রীড়া শুধু জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয়, এটি শৃঙ্খলা, সাহস ও সহমর্মিতার শিক্ষা দেয়।”
ক্রীড়ার মাধ্যমে গড়ে উঠুক সুস্থ, সুন্দর ও দক্ষ প্রজন্ম।