জলঢাকায় জীবনতরী পাঠশালার উদ্যোগে অভিভাবক সমাবেশ
নুরুজ্জামান সরকার, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলায় জীবনতরী পাঠশালার আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি, ২০২২ খ্রি) বিকাল ৩ ঘটিকায় জীবনতরী ফ্রি পাঠদান কেন্দ্রে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জীবনতরী পাঠশালার সকল সদস্যবৃন্দ এবং জীবনতরী ফ্রি পাঠদান কেন্দ্র এর শিক্ষকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ।
জীবনতরী পাঠশালার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ অপিজার রহমান বলেন, আজকের এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক শিক্ষা দানের মাধ্যমেই হয়তো কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উদ্যোগতা সহ আরো অনেক কিছুই হবে। ওদের অনেক স্বপ্ন রয়েছে যেটা বাস্তবায়নের জন্যই আমাদের এই জীবনতরী।