বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

জনস্বার্থে ভেজাল প্রতিরোধ, পণ্যের গুণগতমান নিশ্চিতকরণ ও কৃত্রিম সংকট রোধে মোবাইল কোর্ট অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩ বার পঠিত

জনস্বার্থে ভেজাল প্রতিরোধ, পণ্যের গুণগতমান নিশ্চিতকরণ ও কৃত্রিম সংকট রোধে মোবাইল কোর্ট অভিযান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

আজ ২১ মে ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ১১:০০ ঘটিকা হতে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত জনস্বার্থে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় নারায়ণগঞ্জ সদর উপজেলার ১নং রেলগেইট এলাকা এবং খানপুরে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে।

জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মো. নাজমূল হুদা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে জনস্বার্থে ভেজাল প্রতিরোধ, পণ্যের গুণগতমান নিশ্চিতকরণ, কৃত্রিম সংকট রোধ এবং বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে একটি মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালিত হয়।

পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির কার্যক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দশ হাজার (১০,০০০/-) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরবর্তী সময়ে খানপুরে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিদর্শনকালে দেখা যায়, কার্যালয়টি সম্পূর্ণ দালালমুক্ত পরিবেশে সুশৃঙ্খলভাবে সেবা প্রদান করছে এবং সেবা প্রত্যাশীরা নির্ধারিত নিয়ম ও সিরিয়াল অনুযায়ী কার্যক্রমে অংশগ্রহণ করছেন।

উল্লেখযোগ্য কোনো অনিয়ম বা অসঙ্গতি পরিলক্ষিত না হওয়ায় উক্ত স্থানে কোনো মামলা দায়ের বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন: মো. শাজাহান খান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, নারায়ণগঞ্জ সদর। মোবাইল কোর্ট পরিচালনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে সহযোগিতা প্রদান করে।

জেলা প্রশাসনের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এই মোবাইল কোর্ট কার্যক্রমের মাধ্যমে জনস্বার্থ রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..