ছোট সিয়াম তার মা-বাবার কাছে ফিরে যেতে চায়।।।
মো: তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি:
প্রায় গত ২১ সেপ্টেম্বর কাকনহাট রেল স্টেশনে একটি প্রায় আট নয় বছরের শিশু ছেলেকে পাওয়া যায়। শিশু শিয়াম যখন কান্না করতে করতে রেলের লাইনে হাটা হাটি করছিলো তখন সুন্দর পুরের মো: জালাল উদ্দিনের স্ত্রী মোসা: চামেলী বেগম মানবতার হাত বারিয়ে দেয়। তখন চামেলী বেগম ছেলেটির কাছে গিয়ে তার খোঁজ খবর নেয় তখন ছেলেটি বলে সে তার বড় বোন মোসা: রত্না ,স্বামী- মো: রতন তার বাড়ি মুধুপুরে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চরে কিন্তু সে পথ ভূলে ট্রেনের মাধ্যমে এই জায়গায় পৌঁছে। ছেলেটিকে সে জিঙ্গাসা করে তোমার নাম পরিচয় কি তখন সে বলে আমার নাম মো: সিয়াম, বাবার নাম মো: বেলাল মায়ের নাম স্বপ্না গ্রাম-ডিগ্রিরচর,ইসলামপুর,জেলা জামালপুর । চামেলি বেগম ছোট শিশুটিকে রাতে তার বাড়িতে আশ্রয় দেয় এবং পরদিন সে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে তাকে নিয়ে যায়। কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্চার্জ জামালপুর জেলার পুলিশ প্রশাসনকে অবগত করে। এবং তারা চামেলিকে বলে এখন আপাতত তোমার কাছে শিশুটি কে রাখ পরবর্তীতে আমাদের কাছে কোন বার্তা আসলে তা অবগত করা হবে। তখন থেকে আজ অবদি সে আমার কাছে আছে কিন্তু শিশু অনেক চঞ্চল এদিক সেদিক চলে যায়। তাই আমাদের মাধ্যমে মোসা: চামেলী বেগম দেশবাসির কাছে অনুরোধ করেছেন কেউ যদি শিয়ামকে চিনে বা জানে তারা যেনো আমাদের সঙ্গে যোগাযোগ করে। যোগাযোগের ঠিকানা-কাকন হাট সুন্দরপুর বা কাকন হাট গুড়পট্টি মানবাধিকার অফিস বা মেয়র কাকনহাট পৌরসভা, গোদাগাড়ী, রাজশাহী। মোবা-০১৭২৬-২৫৮০৯৭, ০১৭৩১৪২৬২৮২, ০১৭০১-০১২৫০১। সকল সামাজিক যোগাযোগ বন্ধুদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ আপনারা সোয়ার করুন এই সংবাদটি যাতে শিয়াম তার বাবা-মার কাছে পৌছাতে পারে । কারণ আপনার একটি সেয়ারের মাধ্যমে শিয়াম ফিরে পেতে পারে তার হারানো পরিবার।