আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি।
ছোট মহেশখালী থেকে হাফেজ আবদুর রহমান নিখোজ- সন্ধান চায় তার বাবা।
মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে এক কোরআনে হাফেজ নিখোঁজ রয়েছেন ।বিগত ৬দিন থেকে শিশু হাফেজটিকে বিভিন্ন জায়গায় খুজে বেডাচ্ছে বাবা নুরুল আলম ও মাতা মোমেনা বেগম।নিখোজ হাফেজ আব্দুর রহমান(১২)এর বাড়ী উত্তর কুল সিকদার পাড়া গ্রামে। হাফেজ আবদুর কোরান শেষ করে কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের পোকখালী মাদরাসায় নাজেরায় পড়া লেখা শুরু করছে।করোনা কালীন বাসায় অবস্থান কালে বাবা পড়া শুনা নিয়ে বকাবকি করায় গত ০৬/০৭/২১সন্ধ্যায় বাড়ী থেকে অজানার উদ্দেশ্য চলে যায়।তার শাররিক অবস্থা হালকা পাতলা, গায়ে আর্জেন্টিনার জার্চি পরনে লুঙ্গি পরিহিত। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন সহৃদয় ব্যক্তি শিশু হাফেজটির সন্ধান পান তাহলে তার বাবা নুরুল আলমকে মুটোফোনে জানার জন্য অনুরোধ জানিয়েছেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..