আহসান উল্লাহ মহেশখালী উপজেলা প্রতিনিধি।
ছোট মহেশখালী অতি দরিদ্র্যদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ।
আজ রবিবার সকাল থেকে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ তাদের নিজস্ব এলাকার সকল দু:স্থ্য ও অতি দরিদ্র গরীব খেটে খাওয়া জনগণের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন।এ বিতরণ কার্য্যক্রমটি অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদের কার্য্যালয়ে। সাধারণ মানুষ তাদের কাছে পৌছে যাওয়া ভিজিএফ কার্ড প্রাপ্তির মাধ্যমে শনিবার সকাল থেকে নিজস্ব ওয়ার্ডের সদস্যদের চাল বিতরণ ক্যাম্পের সম্মুখে সারিবদ্ধভাবে লাইন ধরে দাড়িয়ে সুশৃঙ্খলার সাথে চাল গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জিহাদ বিন আলী সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার
এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, পরিষদের কর্মরত সচিব, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের বর্তমান উদ্যোক্তা ও সকল গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে হওয়াতে সকলের আনন্দিত এবং সস্তুষ্ট।
এ সময় চেয়ারম্যান সকল উপস্থিত জনগেনের প্রতি পবিত্র ঈদুল আযাহা অগ্রিম শুভেচ্ছা বিনিময় ও সকলের মঙ্গল কামনা করেন।বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আযহা। করোনা ভাইরাসের মহামারী এই দুঃসময়ে সকল আধার কাটিয়ে ঈদুল আযহা প্রাণ জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাকে এবং আপনার পরিবারের সকলকেই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা সুস্থ থাকুন, নিরাপদ থাকেন। ঈদ মোবারক।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..