ছুটির দিনে নৌকা ভ্রমন
আনোয়ার হোসেন মির্জাপুর টাঙ্গাইল ।
মির্জাপুরের ভাওড়া ইউনিয়নের হাড়িয়া খেয়া ঘাট হতে ছুটির দিনে নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। ১৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয় । এ নৌকা ভ্রমণের গন্তব্যস্থল ছিল মিরপুরের বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা শাহ আলী মাজার ও ঢাকার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান । নৌকা ভ্রমণে উপস্থিত ছিলেন ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্রাট।
জনাব শাহাদাত হোসেন সোহাগ সভাপতি হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় । জনাব ফিরোজ সরকার ইউপি সদস্য ৬ নং ওয়ার্ড ভাওড়া ইউনিয়ন। জনাব আব্দুল আলিম প্রধান শিক্ষক হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় । জনাব মোঃ ইয়াকুব মিয়া ।জনাব পি এম ফিরোজ মিয়া বিশিষ্ট সমাজ সেবক ।জনাব শাহিনুর রহমান সমাজসেবক । জনাব মোঃ মিনহাজ উদ্দিন সমাজসেবক ।জনাব মোঃ আশিকুর রহমান । জনাব হারুন মিয়া । জনাব মোহাম্মদ ইয়ার হোসেন মাস্টার । সাংবাদিক আনোয়ার হোসেন সহ হাড়িয়া গ্রামের অনেক যুবক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। যুবকগন অনেক আনন্দ উল্লাস করেন ডিজিটাল সাউন্ড এর তালে তালে নৃত্য পরিবেশন করে। এই নৌকা ভ্রমণ যারা আয়োজন করেছেন উপস্থিত সকল সদস্যগণ তাদেরকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও এরকম আয়োজন করার জন্য আশা প্রকাশ করেন।