ছিন্নমূল পথশিশুদের নিয়ে বুবলী যুব কল্যাণ সংস্থার ফল উৎসব
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জ শহরের ছিন্নমূল পথ শিশুদের নিয়ে ফল উৎসব করেছে বুবলী যুব কল্যাণ সংস্থা। এসময় একসঙ্গে বাহারি রঙ আর বিচিত্র স্বাদের অসংখ্য মৌসুমী ফল সামনে পেয়ে আনন্দে আত্মহারা শিশুর দল।
শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর মাছ ঘাটে এ ফল উৎসবে ৩৩জন ছিন্নমূল ও পথশিশু উপস্থিত ছিল।
শিশুরা মনের সুখে সম্মিলিত কণ্ঠে অ আ ই ক খ গ এক দুই তিন পড়তে দেখা যায়। আর তার একটাই কারণ, সামনে সাজানো হরেক রকমের মৌসুমী ফল। তবে একসঙ্গে এত ফল খাওয়া হয়নি ওদের। নারায়ণগঞ্জ শহরের লঞ্চ ঘাট এলাকার ছিন্নমূল পথশিশু ওরা। তাদের বাবা কিংবা মায়ের সামর্থ্য নেই সন্তানের মুখে এত রকমের ফল তুলে দেয়া।
আর সেই কাজটি করেছে বুবলী যুব কল্যাণ সংস্থার নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আম, কাঁঠাল, কলা, ড্রাগন, আঙ্গুর, আনাসর। আরও কতো রকমের ফল। এসব ফল সামনে পেয়ে আনন্দে আত্মহারা উপস্থিত এসব শিশুর দল।
ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট এর যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইন সহায়তা তথ্য মানবাধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সফিকুল ইসলাম আরজু, স্বদেশ টিভির চেয়ারম্যান দৌলত হোসেন আবির, স্বপ্ন ছোঁয়া পথশিশু মানব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ হাইউল ইসলাম প্রধান হাবিব, বুবলী যুব কল্যাণ সংস্থার চেয়ারম্যান বুবলী আক্তার, সদস্য সুবলী আক্তার, সাদিয়া আফরিন তমা, শিমুল, সোহেলসহ অন্যান্যরা।
ছিন্নমূল পথশিশুদের নিয়ে মৌসুমী এ ফল উৎসবে প্রধান অতিথি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ জানান, আজকাল অনেক শিশুই আমাদের দেশীয় ফলের সঙ্গে পরিচিত নয়। তাই পথের ধারের শিশুদের নিয়ে এমন আয়োজন সত্যি প্রশংসনীয়।
অন্যদিকে উদ্যেক্তা বুবলী আক্তার জানান, পরিবারে একসঙ্গে এত ফল খাওয়ার সামর্থ্য নেই। এমন শিশুদের দেশি ফলের স্বাদ এবং এর সঙ্গে পরিচিত করতেই আমাদের এমন প্রয়াস।
স্বপ্ন ছোঁয়া পথশিশু মানব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ হাইউল ইসলাম প্রধান হাবিব বলেন, ২০১৬ সাল থেকে এ এলাকার পথশিশুদের জন্য বাংলাদেশ রেলওয়ে জায়গায় ‘স্বপ্ন ছোঁয়া পাঠশালা’ অনাথ অসহায় শিশুদের খাদ্য বস্ত্র ও শিক্ষা সহায়তা প্রকল্প নামে এ স্কুল চালু করি। এর চার বার এ স্কুল ভাঙ্গা হয়। পথ শিশুদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।