শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

ছালেক ফুড এন্ড কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডকে জরিমানা করা হয়েছে।।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১০৮ বার পঠিত

ছালেক ফুড এন্ড কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডকে জরিমানা করা হয়েছে
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।

বগুড়া সোনাতলা উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সিটিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন করায় ছালেক ফুড এন্ড কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডকে জরিমানা করা হয়েছে।

অনুমোদন না থাকায় ১৪টি পণ্যের উপর ২,৫০,০০০ (আড়াই লক্ষাধিক) টাকা জরিমানাসহ করেছে উৎপাদিত ও মজুদকৃত পন্য ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহষ্পতিবার সকালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আমির সালমান রনির নেতৃত্বে ভ্রাম্যমান আদলত পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আমির সালমান রনির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সোনাতলার পৌর এলাকায় এমন একটি অমানসন্মত খাদ্য ফেক্টরী রয়েছে। এর প্রেক্ষিতে এখানে এসে ১৪টি পণ্যের সরকারী অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির আড়াই লক্ষটাকা জরিমানা করা হয়। সেই সাথে উৎপাদিত পণ্য ঘটনাস্থলেই ধংবস করা হয়েছে।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন বিএসটিআই পরিদর্শন কর্মকর্তা জুনায়েদ আহম্মেদ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..