ছারছিনা দরবার শরীফের মরহুম পীর শাহ মোহাম্মদ মোহেবুল্যাহ ( রহঃ) জীবনী মোড়ক উন্মোচন করা হযেছে।
মাওলানা মোঃ আবুল মোতালেব বরগুনা থেকে।
দক্ষিণ বঙ্গের অহংকার ছারছিনা দরবার শরীফের মরহুম পীর শাহ মোহাম্মদ মোহেবুল্যাহ ( রহ) এর জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ রবিবার ছারছিনা দরবার শরীফে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আবুবকর আব্দুল হাই মেশকাত সিদ্দিকী আল- কোরাইশী ( মা, জি, আ,)।
সভাপতিত্ব করেন ছারছিনা দরবার শরীফের আলা – হযরত পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছার উদ্দীন আহমদ হুসাইন ( মা, জি, আ,)।
এ সময় দেশ বরেণ্য বহু আলেম ওলামা গণ উপস্থিত ছিলেন।