সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

চূড়ান্ত সাময়িক বিজয়ী হলেও শেষ রক্ষা হয় না। মাফিয়া সাময়িক বিজয় দেখলেও পরিশেষে,

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৯৪ বার পঠিত

চূড়ান্ত সাময়িক বিজয়ী হলেও শেষ রক্ষা হয় না।
মাফিয়া সাময়িক বিজয় দেখলেও পরিশেষে,

এসএম আলীরাজ হোসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি,

পরাজিত। হয়। নিজেদের চক্রান্তের জালে নিজেরাই আটকা পড়ে। দুর্বলতম সৃষ্টি হয়েও মানুষ স্রষ্টার বিরুদ্ধে চক্রান্ত করে। আল্লাহ খুব সহজেই তাদের চক্রান্ত নস্যাৎ করে দেন।
টেকনাফে পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নের্তৃত্বে ৪০০০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।
তার মধ্যে আবু সিদ্দিক মার্কেটের সামনে হতে ছোট হাবিব পাড়ার মৃত মোঃ কাশেমের ছেলে মোহাম্মদ ইসহাক(৩৩) কে ২০০০০ পিস ইয়াবাসহ দুপুরে গ্রেফতার করা হয়। এছাড়াও অপর একটি অভিযানে নাইট্যং পাড়ার জালিয়া ঘাট এলাকা হতে জালিয়া পাড়ার মৃত হোসেনের ছেলে মুহাম্মদ ইউনূস(৪৪) কে ২০০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল ৫ ডিসেম্বর দুপুর ১ টা হতে রাত ৯.৩০ ট পর্যন্ত এ অভিযান চালানো হয়। অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই তন্তু মনি চাকমা ও এএসআই মোঃ আনিস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ পৃথক দুটি মামলা দায়ের করেছেন। সুতরাং আটকৃত আসামিরা দীর্ঘ দিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে মাদক চোরাকারবারি করে আসছিল বলে জানা গিয়ে এছাড়া মাদক পাচারে জড়িতদের খুঁজে বের করার চেস্টা চলছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..