সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

চুনারুঘাট থানা পুলিশের প্রেস ব্রিফিং ৭ ডাকাত আটক প্রসঙ্গে ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ বার পঠিত

চুনারুঘাট থানা পুলিশের প্রেস ব্রিফিং ৭ ডাকাত আটক প্রসঙ্গে ।

হবিগঞ্জ প্রতিনিধি
চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের চেয়ারম্যান এজাজ ঠাকুুরের বালিয়ারি বাড়িতে ডাকাতির ঘটনায় রহস্য উদঘাটনসহ ৭ ডাকাতকে আটক করা উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন চুনারুঘাট থানা পুলিশ। রবিবার বিকেলে চুনারুঘাট থানা প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ওসি হিল্লোল রায়। এ সময় তিনি জানান, গত ১৪ জানুয়ারি দিবাগত রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ৭নং উবাহাটা ইউনিয়নের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতের দলটি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৪৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতির ঘটনায় ১৫/ ১৬ ডাকাত জড়িত ছিল বলে জানানো হয়। এ নিয়ে চুনারুঘাট থানায় চেয়ারম্যান বাদি হয়ে ঘটনার পরদিন একটি মামলা করেন। মামলার সূত্র ধরে চুনারুঘাট থানার উপপরিদর্শক মো: খোরশেদ নেতেৃত্বে একদল পুলিশ বিবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা কোনাবাড়ি ছালাম বাজারে অভিযান চালিয়ে হিরাজ নামে একজনকে গ্রেফতার করা হয়। হিরাজ আলী ওরফে রাকিব (৩৫) কান্দুরা এলাকার নুর মিয়ার পুত্র। তার দেওয়া তথ্য মতে, ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি ছোরা ও লুণ্ঠিত স্বর্ণের দুটি নাকফুল, একটি হাতের বালা এবং ১৯ হাজার ২৫টাকা হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযানে রয়েছে। ডাকাত হিরাজের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাশসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..