অপু আহমেদ রওশন স্টাফ রিপোর্টার
চুনারুঘাট উপজেলার গেলানি চা বাগানে অজ্ঞাত
কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায়
হত্যার পর কিশোরকে ফেলে রাখা হয়েছে বলে ধারনা করছে পুলিশ। গতকাল
শুক্রবার বিকেলে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে
প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ জানান,
স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি
একটি হত্যাকা-। রাত ১০ টায় এ রিপোর্ট লেখাকালে লাশের পরিচয় সনাক্ত
করা যায়নি।
২
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা এলাকার ফুটপাত ও সড়কের পাশ
থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল শুক্রবার
পৌর কর্তৃপক্ষ এ নির্দেশ দেয়। জানা যায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ
পৌরসভার শায়েস্তানগর তেমুনিয়া, সদর হাসপাতালের দুইপাশ,
তিনকোনা পুকুর পাড়, চৌধুরী বাজার, চাষিবাজারসহ প্রধান সড়কের
বেশিরভাগ স্থানই প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে অবৈধ স্থাপনা তৈরি
করা হয়েছে। ওই সব স্থাপনা তৈরি করে কেউ ব্যবসা করছেন, কেউ ভাড়া
দিয়ে প্রতিমাসে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। আর এসব
স্থাপনায় দেয়া হয়েছে অবৈধ বিদ্যুত সংযোগ। গত বছর এসব স্থাপনা
উচ্ছেদ করার পর কিছুদিন যেতে না যেতেই প্রভাবশালীরা আবারও জায়গা
দখল করে স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছে। গতকাল শুক্রবার বিকালে
পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম শায়েস্তানগর তেমুনিয়া
এলাকাসহ বিভিন্ন এলাকার অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..