অপু আহমেদ রওশন হবিগঞ্জ প্রতিনিধি।।হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের দক্ষিণ মিরাশী জামে মসজিদের জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
রবিবার দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ মিরাশী জামে মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় তারা মিয়া (৪৫), মোহাম্মদ আলী (২৫), তৈয়ব আলী (১৮), হাজী সুরুজ মিয়া (৬০), খুর্শেদা খাতুন (৪০), সুমন মিয়া (২২) সহ আরো ৫-৭ জনকে গুরুতর আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত তারা মিয়া জানান, দীর্ঘ ২০০ বছর পূর্বে দক্ষিণ মিরাশী জামে মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। মসজিদটি ৪৬ শতক জমির উপর বিদ্যমান। মসজিদে দক্ষিণ মিরাশী গ্রামের ২শ’ জনেরও অধিক মুসল্লী জামাআতের সাথে নামাজ আদায় করে থাকেন। মসজিদের ৪৬ শতক ভূমির মধ্যে ০৪ শতক ভূমি দক্ষিণ মিরাশী গ্রামের বাসিন্দা ও চুনারুঘাট সদর জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোহাম্মদ আলী দীর্ঘ ১০ বছর ধরে তার দাবি করে আসছেন। কিন্তু স্থানীয় মুরুব্বিয়ানরা বেশ কয়েকবার এ নিয়ে সালিশ বৈঠক বসলেও মাওঃ মোহাম্মদ আলীর কাছ থেকে এ নিয়ে কোন সুরাহা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বিভিন্ন সময় মসজিদ কেন্দ্রীক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে চেষ্টা করিয়াও ব্যর্থ হন।
মাওঃ মোহাম্মদ আলীসহ তাহার পক্ষের লোকজন রবিবার দুপুর ২টার দিকে দক্ষিণ মিরাশী জামে মসজিদটি তাহাদের বলে দাবি করে দখল করতে চাইলে এসময় গ্রামবাসী মুরুব্বিরা সহ মসজিদ এলাকার আশপাশের লোকজনরা তাদেরকে বাধা দিলে এতে আকল মিয়ার সাথে অপর পক্ষের হাজী সুরুজ মিয়া গংদের কথাকাটাকাটির একপর্যায়ে আকল মিয়া উত্তেজিত হয়ে দলবল নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে।
সংবাদ পেয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ এর নেতৃত্বে এস.আই মোঃ আশিকুর রহমান, এস.আই মোঃ হেলাল মিয়া সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেন।