চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি
স্টাফ রিপোর্টাট
কালবৈশাখী ঝড়ে ইরি-বোরো ধানসহ গাছপালা ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১৭এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা ৫ নং শানখলা ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় আঘাত হানে।
জানা গেছে,বুধবার সন্ধ্যা ৬ টার পরে হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় আকাশ। মুহূর্তে কালবৈশাখী ঝড় শুরু হয়।
ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি। থেমে থেমে চলে কয়েক মিনিট
এভাবে কালবৈশাখীর ছোবলে শানখলা ইউনিয়নের শতাধিক বসতবাড়ি গাছপালা, ও বোরো ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
কালবৈশাখীর ছোবলে লণ্ডভণ হয়েছে বেশ কয়টা গ্রাম শাকির মোহাম্মদ,পাইকুড়া, ফান্দ্রাইল,শ্রীবাউর, মজলিসপুর,সাদেকপুর, গোঁড়ামী মীর্জা পুর, মহিমাউড়া শানখলা এস গ্রামে বেশ কিছু ঘর বাড়ি, গাছপালা আর উঠতি বোরো ধানের ক্ষেতের ক্ষতি হয়েছে
এদিকে কালবৈশাখী ঝরে শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়,শাকির মোহাম্মদ ইব্রাহিমিয়া দাখিল মাদ্রাসার ঝড়ে উড়াইয়া নিয়া গেছে।
কালবৈশাখীর ছোবলে গাছ ভেঙে রাস্তায় ওপরে পড়ে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিবহন শ্রমিক ও যাত্রীরা মিলেমিশে রাস্তার গাছ সরিয়ে নেয় ফলে যানবাহন চলাচল শুর হয়। বেশ কিছু স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। ফলে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে বিদ্যুৎহীন অন্ধকারে চরম বিপাকে।
আঃ আউয়াল বলেন,হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয় তার সঙ্গে বৃষ্টি ঝড়ে গাছপালা পড়ে অনেকের বাড়ি ঘরে ব্যাপক ক্ষতি হয়েছে। বোরো ধান ক্ষেতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট জনাব নজরুল ইসলাম বলেন আমার ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্রয় ক্ষতি হয়েছে ঘরবাড়ি গাছপালা বোরো ধান নষ্ট করছে। । শাকির মোহাম্মদ বাজার,সাদেকপুর পালবাড়ি, গোড়ামী,পঞ্চাশ থেকে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে ফোন পাইছি তিনি বলেন আমার ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষগুলি যেন সরকারি ত্রাণ সহযোগিতা ও বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন কালবৈশাখী ঝড়ে কি পরিমান ক্রয়ক্ষতি হয়েছে এখনো সঠিক তথ্য পাওয়া যায় তবে অতিগ্রস্তদের তালিকা করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি