শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

চাঞ্চল্যকর “শুভ হাওলাদার” হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬১ বার পঠিত
চাঞ্চল্যকর “শুভ হাওলাদার” হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
মামুন হাচান বিশেষ প্রতিনিধি
র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করতঃ আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় ভিকটিম শুভ হাওলাদার(৯), পিতা-ইব্রাহিম হাওলাদার, মাতা-ঝুমুর বেগম, সাং-হাফিজ কমিশনারের বাড়ির ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা মডেল, কেএমপি, খুলনা তার খালার বাড়িতে খেলা করার জন্য যায়। সেখান থেকে সে ময়লাপোতা বস্তির দিকে খেলতে যাওয়ার পর যথাসময়ে নিজ বাড়িতে ফেরত না আসায় ভিকটিমের পরিবার তাকে খোঁজাখুঁজি করতে থাকে। অতঃপর একই দিন আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় সোনাডাঙ্গা আবাসিক ২য় ফেজ, রোড নং-১৪, হোল্ডিং নং-৩৭, এর পিছনে খালি প্লট নং-৩৬ এর হোল্ডিং নং-৩৭ এর সীমানা প্রাচীরের পাশে ঝোপের মধ্যে ভিকটিম এর লাশ স্থানীয় লোকজন দেখতে পায়। বিষয়টি জানতে পেরে ভিকটিমের খালা নাজমিন ঘটনাস্থলে গিয়ে তার বোনের সন্তান শুভ হাওলাদার এর লাশ বলে শনাক্ত করে। পরবর্তীতে ভিকটিমের মা ঝুমুর বেগম বাদী হয়ে কেএমপি, খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সংঘটিত এই হত্যাকান্ডটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় এবং জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বহুল আলোচিত এবং চাঞ্চল্যকর হত্যার পর থেকেই র‌্যাব-৬ ঘটনার মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে এবং অপরাধীদের গ্রেফতারের উদ্দেশ্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে ও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখ র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি চৌসক আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঞ্চল্যকর “শুভ হাওলাদার” হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোঃ জাহিদ সোনাডাঙ্গা থানা এলাকায় আত্নগোপন করে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ রাত ২১.৩০ ঘটিকায় কেএমপি, খুলনার সোনাডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ময়লাপোতা মেথরপট্টি কমান্ডার গলি থেকে চাঞ্চল্যকর “শুভ হাওলাদার” হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোঃ জাহিদ(১৮), পিতা-ইউসুফ বেপারী, সাং-ময়লাপোতা বস্তি, থানা-সোনাডাঙ্গা, কেএমপি, খুলনা’কে গ্রেফতার করে। বহুল আলোচিত এবং চাঞ্চল্যকর এই হত্যার সাথে জড়িত অন্যান্য আসামীদের’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামী’কে কেএমপি, খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

One thought on "চাঞ্চল্যকর “শুভ হাওলাদার” হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। "

  1. Oh my goodness! Amazing article dude! Thank you so much, However I am encountering problems with your RSS. I don’t understand the reason why I cannot join it. Is there anybody else having similar RSS problems? Anybody who knows the solution can you kindly respond? Thanks!!

Leave a Reply

এ জাতীয় আরো খবর..