চাঁপাইনবাবগঞ্জে থানা পুলিশের অভিযানে হেরোইন সহ গ্রেফতার ১।
এসএম আলীরাজ হোসাইন,, ভ্রম্যমান প্রতিনিধি,
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ ১জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান- এর দিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে এসআই আশীষ সরকারের নেতৃতে এএসআই নয়নসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭০ গ্রাম হেরোইনসহ রনি-কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
আটককৃত ব্যক্তি হলেন,চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাংগা এলাকার মৃত গোলাম রাব্বানীর ছেলে রনি(২৯)।
আজ (৩১ অক্টোবর) সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাংগা এলাকায় অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।