চরকেওয়ারের গণসংযোগ পিছিয়ে নেই মেম্বার প্রার্থীরা
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ তৃতীয় দফার ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ব্যস্ত সময় পার করছে মেম্বার প্রার্থীরা। শুক্রবার দুপুরে এমন চিত্র দেখা গেছে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকায়। সেখানে মেম্বার প্রার্থী মোঃ রাকিব হোসেন (রকি)সিকদার তার নিবার্চনী প্রতীক সিলিং ফ্যান মার্কা নিয়ে গণসংযোগ করে যাচ্ছেন। তরুন এই মেম্বার প্রার্থী সাধারণ ভোটরদের সারাও পাচ্ছেন। তার গণসংযোগে গণমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সর্বস্থরের মানুষ অংশ নেন।
এসময় রাকিব হোসেন (রকি)সিকদার বলেন, সমাজের অবকাঠামোগত উন্নয়ন ও মাদক নির্মূলের ভিশন নিয়ে আগামী ২৮ নভেম্বরে নির্বাচনে অংশ নিয়েছি আশা করি ভোটররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।
এদিকে বিকালে ইউনিয়নটির ৬ নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন অপর মেম্বার প্রার্থী মোঃ বজলুল রহমান। তিনি তার নির্বাচনী প্রতীক আপেল মার্কা নিয়ে তার নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের মাঝে ভোট প্রার্থনা করেছেন। তিনি আসা করেন আসন্ন নিবার্চনে সর্বস্থরের ভোটারদের ভোটে তিনি নির্বাচিত হবেন।
এসময় তার সাথে গ্রামের গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।