চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ : ২জন নিহত, আহত ১৬
বিআরটিসি বাস আর মিনি বাসের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন মৃত্যু, মোট ১৬ জন চমেকে’র বিভিন্ন ওয়ার্ডে ভর্তি।
ঘটনাস্থল- কর্ণফুলী থানাধীন মইজ্জারটেকের পরে পটিয়া ক্রসিংয়ের আগে পাম্পের সামনে,
১৮/০৬/২১ খ্রীঃ সময় ১৫ঃ৪০ ঘটিকা,
উল্লেখিত ঘটনার তারিখ ও সময়ে উক্ত ঘটনাস্থলে বিআরটিসি বাস আর মিনি বাসের মুখোমুখী সংঘর্ষে গুরুতর দূর্ঘটনা ঘটলে ঘটনাস্থলে ২ জন মৃত্যু বরণ করে এবং মোট ১৬ জন গুরুতর আহত অবস্থায় অদ্য সময় ১৬ঃ১০ ঘটিকায় সবাইকে চমেক হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোট ১৬ জনের ১৫ জনকে ২৮ নং ওয়ার্ডে এবং ১ জনকে ২৭ নং ওয়ার্ডে প্রেরণ করে।
মৃত ০২ জন :-
০১.নুরুল আবছার(৪৮), পিতা- নুরুল আমিন,সাং- মালিয়া পাড়া,পটিয়া-চট্টগ্রাম।
০২.অজানা কিশোর(বয়স আনুমানিক ১৮)।
আহত ১৬ জন :-
০১.ডেইজি সর্দার(৩৫)
০২.রুবেল(৩২)
০৩.সুমন দে(২৮)
০৪.অজানা পুরুষ(৩২)
৫.সুমন চৌধুরী(৩০)
০৬.অজানা পুরুষ(৩৫)
০৭.রিটন দেব(৪৫)
০৮.রহমত আলী(৪৫)
০৯.পিন্টু দাশ(৩০)
১০.কবির বিশ্বাস()
১১.বেলাল(৩৭)
১২.মজিব উল্লাহ্(৫৫)
১৩.ইকবাল(২০)
১৪.রেজিয়া বেগম(৩২)
১৫.সোহাগ(৩২)
(১-১৫ পর্যন্ত সবাই ২৮ নং ওয়ার্ডে ভর্তি)
১৬.ইদ্রিস(৫০)(২৭ নং ওয়ার্ডে ভর্তি),
উল্লেখ্য যে, উক্ত আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মৃত ০২ জনের লাশ মর্গে আছে।