মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

চট্টগ্রামের বাঁশখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৪৮ বার পঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

নজরুল ইসলাম সিকদার চট্টগ্রাম বুরো।

চট্টগ্রামের বাঁশখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ৭ টি হোটেল-রেস্টুরেন্টকে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানের সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় হোটেল নিউ সাফরানকে ২৫ হাজার টাকা, হোটেল রয়েল মালঞ্চকে ২০ হাজার, ইয়েলো ক্যাফসিকামকে ১৫ হাজার টাকা, চাম্বল আদিবা ভাত ঘর এন্ড বিরানি হাউসকে ২০ হাজার টাকা, পুঁইছুড়ি হোটেল নিউ ধান সিঁড়িকে ১৫ হাজার টাকা , বাবলা হোটেলকে ১৫ হাজার টাকা, কামাল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় চাম্বল বাজারের তাসফিয়া ইলেকট্রনিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে ৭টি হোটেল-রেস্টুরেন্ট ও অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় এক ইলেকট্রনিকস দোকানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..