বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

চকরিয়া জমজম হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার আটক, তিন মাসের সাজা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৬৯ বার পঠিত

চকরিয়া জমজম হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার আটক, তিন মাসের সাজা

এসএম আলীরাজ হোসাইন,, ভ্রম্যমান প্রতিনিধি,
কক্সবাজারের চকরিয়া জমজম হাসপাতাল থেকে অভিযান পরিচালনা করে ডা: হুমায়ুন কবির (৪০) নামে একজন ভুঁয়া ডাক্তারকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে জমজম হাসপাতাল কর্তৃপক্ষ এ ভুঁয়া ডাক্তার দিয়ে মানুষকে চিকিৎসা সেবার নাম দিয়ে প্রতারণা করে আসছিল বলে স্থানীয় ভুক্তভোগীরা জানায়।
বিষয়টি প্রশাসনের নজরে আসলে বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামান অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
আটক মোহাম্মদ হুমায়ুন কবির (৪০),
মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার টরকী ইসলামপুর, টরকীরচর এলাকার মোহাম্মদ দিদারুল আলমের ছেলে বলে সূত্রে জানায়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইনের ধারায় ভুঁয়া ডাক্তার হুমায়ুন কবিরকে বিনাশ্রমে তিন মাসের সাজা ও পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। তবে পঞ্চাশ হাজার টাকা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..