সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

চকরিয়া আগুন ধরে ১৫ লক্ষ টাকার অধিক মালামাল ও ক্যাশ টাকা ক্ষয়ক্ষতি নিহত এক নারী।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৩ বার পঠিত

চকরিয়া আগুন ধরে ১৫ লক্ষ টাকার অধিক মালামাল ও ক্যাশ টাকা ক্ষয়ক্ষতি নিহত এক নারী।

এ.এইচ রিপন চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়া পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড নয়া পাড়া এলাকায় আগুন ধরে ১৫ লক্ষ টাকার অধিক মালা মাল ক্ষয়ক্ষতি ও দিলসাবা বেগম(৫৫)নামের এক নারী নিহত।

(৪ ফেব্রুয়ারি) মধ্যরাত সারে ৩ টায় ইউনিয়নের বুড়ির পাড়া এলাকায় হেফাজুতুল করিম (৩৩) এর বাডিতে আগুন ধরে ক্যাশ ৫০হাজার এবং অনেক মালা মাল ক্ষয় ক্ষতি হয়েছে পারিবারিক তথ্য মতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১৫ লক্ষ টাকা মত এবং সবচেয়ে মর্মাহত ঘটনা হচ্ছে তার বাড়িতে বেড়াতে আসা তার ফুফু আগুনে পুরে নিহত হয়।

নিহত মৃতা- দিলসাবা বেগম(৫৫)
পিতা- মৃত ফজল করিম
মাতা- মৃত পারভীন বেগম
সাং বুড়ির পাড়া ৯নং ওয়ার্ড
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন বসবাসকারী হেফাজুতুল করিম এর মা অসুস্থ হওয়ার কারণে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন তাই তাদেরকে দেখার জন্য তার ফুফুকে কয়েকদিনের জন্য বাড়িতে আনা হয়েছেন,
এই আগুন কোথাই থেকে ধরেছে জানতে চাইলে হেফাজুতুল বলে হঠাত বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুনে সূত্রপাত হইয়া জনৈক হেফাজুতুল করিম এর চার ছাল ওয়লা টিনের ঘরে আগুন লাগে আগুন ধরার খবর পেয়ে এলাকা বাসি এগিয়ে আসে সাতে সাবেক ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আশরাফুল ইসলাম খিজির ও বর্তমান মেম্বার হারুন উর রশিদ এবং আমাদের সংবাদকর্মী এ.এইচ রিপন সহ সাধারণ জনতা এগিয়ে আসেন এসে ৯৯৯ কল দিয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে অবগত করেন সংবাদকর্মী তবে ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভিয়ে নেওয়ার সক্ষম হয়। ঘরের মধ্যে ১. হেফাজুতুল করিম (৩৩) ২. মোহাম্মদ হানিফ (২৮), উভয় পিতা- মৃত নুরুল হুদা, সাং- নয়া পাড়া, ০৯ নং ওয়ার্ড, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন, ও মৃতা দিলসাবা বেগম ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল। আগুন লাগার পর হেফাজুতুল করিম ও মোহাম্মদ হানিফ ঘর হইতে বাহির হতে পারিলেও অসুস্থতার কারনে মৃতা দিলসাবা বেগম ঘর হইতে বাহির হতে পারে নাই এই ঘটনাটির সর জমিনে এসে তদন্ত করেন চকরিয়া থানা এস আয় ফুরুক বলেন এতে করু হাত নেই প্রশাসনের পক্ষ থেকে চির কৃতজ্ঞতা জানাই এলাকাবাসীদের কে উদ্ধার করে নেওয়ার জন্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..