ঘুষকাণ্ডে বরগুনা জেনারেল হাসপাতালের হিসাবরক্ষক রফিকুল ইসলামের বদলি।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব বরগুনা থেকে।
বরগুনা জেনারেল হাসপাতালের প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক রফিকুল ইসলামকে বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বদলির বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম নজমূল আহসান।
এর আগে, হাসপাতালের ২৭ জন সিনিয়র নার্সের কাছ থেকে শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা পাইয়ে দেওয়ার নামে ১২০০ টাকা করে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে রফিকুল ইসলামের বিরুদ্ধে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত শেষে ৩ মার্চ বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ স্বাক্ষরিত এক আদেশে রফিকুল ইসলামকে বরগুনা হাসপাতাল থেকে অব্যাহতি দিয়ে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নজমূল আহসান বলেন, প্রশাসনিক কারণে রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। অভিযোগকারীরা ইতোমধ্যে তাদের প্রাপ্য ছুটি ও ভাতা পেয়েছেন।