গ্লোবাল ভিলেজ বইমেলা উদযাপন পরিষদ-২০২৩
আপনাকে জানায় সাদর আমন্ত্রণ
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
চিঠি,ফোনে নয় মিডিয়া থেকে তোমায় নিমন্ত্রণ
খুঁজে নাও জীবনের হেতু
🔰বই হোক সময়ের সেতু
গ্লোবাল ভিলেজ বইমেলা উদযাপন পরিষদ-২০২৩
আপনাকে জানায় সাদর আমন্ত্রণ ।
স্থানঃ
তুলসীঘাট শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম , গাইবান্ধা
তারিখঃ
মার্চ ৯,১০,১১ এবং ১২( বৃহঃ থেকে রবি, ৪দিনব্যাপী )
সম্মানিত লেখক,প্রকাশক ও সাহিত্যপ্রেমী সুধীজন
গ্লোবাল ভিলেজ বইমেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণতি গ্রহন করুন ।
বিগত বছরগুলোর মতো এবারেও গাইবান্ধা সদরের তুলসীঘাট শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার এর বইমেলা উদযাপন পরিষদ আগামী ০৯ মার্চ থেকে ১২ মার্চ -২০২৩ ইং পর্যন্ত চার-দিন ব্যাপী বইমেলার আয়োজন করেছে । নতুন প্রজন্মের সাহিত্য ভাবনাকে মাথায় নিয়ে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যেই আমাদের এ আয়োজন ।লেখক, প্রকাশক এবং পাঠকের এ মিলন মেলা মেধা বিকাশে ও সৃজনশীল মানুষ গঠনে বিশেষ ভূমিকা পালন করে আসছে ।অতীতের মতোই শুদ্ধ বাংলার চর্চা এবং সাহিত্য ও সংস্কৃতির সার্বিক প্রচার ও প্রসার অব্যাহত রাখতে এবং ঋদ্ধ হতে বইমেলা কমিটি আপনাকে পাশে চায় প্রীতিময় হৃদ্যতায় । যে প্রতীক্ষিত তিথিটির জন্যে অধীর আগ্রহে অপেক্ষমান হাজারও জনতা ।
এবার গ্লোবাল ভিলেজ বইমেলায় আমন্ত্রিত অতিথিদের তালিকায় উদ্বোধনে রয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক,জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, পরিস্থিতির অনুকুলে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে,এম খালেদ ,কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বিমল গুহ, মিনার মনসুর ,মাকিদ হায়দার, সৈয়দ মাজহারুল পারভেজ, গোবিন্দ সরকার, ইউসুফ রেজাসহ বাংলাদেশ ,ভারত এবং অন্যান্য দেশের লেখকেরা । প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলার অনুষ্ঠানমালায় থাকছে শিশু-কিশোরদের শ্রেণিভিত্তিক কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা , আলোচনাসভা, গাইবান্ধার বোর্ডষ্ট্যান্ড এবং রকেট সাইন্স উদ্ভাবক ছাত্রদের সম্মাননা ,
পুরস্কার বিতরণ, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও লেখকদের কথা, গুনীজন সম্মাননা,কবির কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ এবং অতিথি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় অংশগ্রহন করতে ইচ্ছুক প্রকাশক, লেখক, পাঠক ও সকল প্রতিষ্ঠানকে যোগাযোগ করার অনুরোধ রইলো।আশাকরি,উত্তর বঙ্গের সর্ববৃহৎ এই বইমেলায় আপনি ও আপনার প্রতিষ্ঠানসহ সবান্ধবে সার্বিক সহযোগিতায় আপনাকে পাশে থাকবেন ।
উল্লেখ্যঃ
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মকে প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মঙ্গাপীড়িত এলাকার জনগনকে অপকর্মের পথ থেকে ফিরিয়ে বইমুখী করার মহান ব্রত নিয়ে ২০২০ সালে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের যাত্রা শুরু হয় । শুরুতে শীতবস্ত্র ও
ভ্যান-রিক্সা বিতরণ,শেলাই মেশিন ও হাতের কাজসহ নারীদের কর্ম সংস্থানের ব্যবস্থা ,ক্যান্সার এবং কিডনী বিকলাঙ্গদের সহযোগীতা,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন,স্বাস্থ্য সচেতনতার সেমিনার ,গরীব ছাত্রদের স্কুল-কলেজে ভর্তি ,বই-খাতা পোশাক বিতরণ ,গরীব ও অসহায় লেখকের বই প্রকাশের ব্যবস্থা,বন্দী পাখি অবমুক্তকরণ ,
নদীতে মাছের পোনা ছাড়াসহ নানা রকম ব্যতিক্রমধর্মী কর্মকান্ডে অংশগ্রহন করে আসছে এ প্রতিষ্ঠানটি ।
মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে এবং যুব সমাজকে বিপদগামীতার হাত থেকে রক্ষা করতে ২০২১ সাল থেকে শুরু করা হয় ৩ (তিন) দিনব্যাপী গ্লোবাল ভিলেজ বইমেলা । প্রথমবারেই বইমেলাটিতে ঢাকা,বগুড়া ও রংপুরসহ উত্তরবঙ্গের অসংখ্য লোক অংশগ্রহন করেন এবং নতুন প্রজন্মের অজস্র পাঠক বাংলাএকাডেমীর আদলে সজ্জিত বইমেলাটিতে প্রাণের স্পন্দন খুঁজে পায় এবং নতুন বছরের নতুন বই হাতে পেয়ে যার পর নাই উচ্ছ্বসিত হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী কবি বিমল সরকারের অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতায় ২০২১ সালের ২৪ থেকে ২৭ মার্চ ২০টি স্টল নিয়ে পথচলা শুরু করেছিল তিন দিনব্যাপী গ্লোবাল ভিলেজ বইমেলা।
এলাকার মানুষের উৎসাহ ও উদ্দীপনার ধারাকে অব্যাহত রাখতে ২০২২ সালে প্রাণের বইমেলাটির সময়সীমা আরও একদিন বাড়িয়ে ৪ (চার) দিন করা হয় ।এতে অংশগ্রহন করেন ৩৬টি ষ্টল ।বিগত মেলা দু’টিতে ঢাকা থেকে বিশ্বসাহিত্য পরিষদ, কলি , মারিয়া ও বাংলাএকাডেমীসহ স্বনামধন্য প্রকাশনী,কবি, সাহিত্যিক,সংস্কৃতিবান ব্যক্তিত্ব, গুনীজন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ অনেকে অংশগ্রহন করে উক্ত মেলাটিকে সাফল্যমন্ডিত করে তোলেন ।এই দৃষ্টান্তমূলক উদ্দ্যোগ গাইবান্ধা ও তার আশপাশের জেলাসহ উত্তরবঙ্গের কবি, লেখক ও পাঠকগণের মিলন মেলায় পরিনত হয় ।
আমরা মনে করি, আপনার মতো গুনীজন আমাদের আমন্ত্রণ গ্রহন করে অংশগ্রহন করলে বইমেলাটি আরও ঋদ্ধ হবে এবং আগামীর কার্য পরিক্রমায় নবীন লেখকের মধ্যে অনুপ্রেরণার অক্সিজেন হিসাবে কাজ করবে ।
বিনীত নিবেদক
গ্লোবাল ভিলেজ বইমেলা উদযাপন পরিষদ-২০২৩
কৃতজ্ঞতায়ঃ
বিমল সরকার
রূপকার ও পরিচালক গ্লোবাল ভিলেজ বইমেলা
sarkarbimal@yahoo.com/ kalerchithi@gmail.com
প্রয়োজনঃ
01843914711 / 0171912 5535/01949823860