শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯ বার পঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

“প্রশিক্ষণ দিয়েছে আত্মবিশ্বাস,পোশাক দিয়েছে মর্যাদা, সড়ক হবে নিরাপদ
যাত্রী পাবে সুরক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় গ্রীন আমব্রেলা উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে পেশাদার গাড়িচালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ পরবর্তী ইউনিফর্ম ও পরিচয় পত্র প্রদান অনুষ্ঠান অদ্য ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে প্রধান অতিথি বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,নারায়ণগঞ্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,বিকেএমইএ সভাপতি, চেম্বার কমার্স প্রতিনিধি,সরকারি-বেসরকারি ড্রাইভার ও হেলপার, বাস মালিক সমিতি ,শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, প্রেসক্লাব সভাপতি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রস্তুতকৃত ডাটাবেজ অনুযায়ী সরকারি ও বেসরকারি ড্রাইভার ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ পরবর্তী ইউনিফর্ম ও পরিচয় পত্র প্রদান করা হয় ।এছাড়া দশজন লাইসেন্সবিহীন ড্রাইভারকে লাইসেন্স প্রদানের ব্যবস্থা করা হয়। নারায়ণগঞ্জ জেলার গণপরিবহন ব্যবস্থাপনা আরো দক্ষ ও কার্যকর করবার জন্য vehicle management system (VMS) সফটওয়্যার তৈরির প্রক্রিয়া চলমান আছে।

অনুষ্ঠানে হেলপার, সরকারি ও বেসরকারি পেশাদার চালক,বাস মালিক সমিতি ,শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে একজন করে প্রতিনিধি বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তারা এই অনন্য উদ্যোগ গ্রহণ করার জন্য জেলা প্রশাসক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগ তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জেলা প্রশাসক তাঁর এধরনের ব্যতিক্রমী উদ্যোগ এর মাধ্যমে সড়ক ব্যবস্থাপনায় বিপ্লবের সূচনা করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিরাপদ সড়ক নিশ্চিতে সকলকে নাগরিকের দায়বদ্ধতা থেকে ভূমিকা রাখার আহবান জানান ।

জেলা প্রশাসক মহোদয় তাঁর বক্তব্যে বলেন, পরিবহন সেক্টর এর মতো এত বড় একটি সেক্টর অবহেলিত রেখে উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয় । এই উদ্যোগ একদিকে যেমন পরিবর্তনশীল ও উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চালকদের দক্ষতা বৃদ্ধি করবে একইসাথে তাদের মধ্যে সচেতনতাবোধ সৃষ্টিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ০৪ পরিবারের প্রত্যেকের কাছে ৫ লক্ষ টাকার চেক হস্তানর করেন।

*এছাড়া জেলা প্রশাসক চালক-হেলপারদের কল্যাণার্থে গ্রিন একাউন্ট নামে একটি কল্যাণ ফান্ড চালু করে প্রাথমিকভাবে ০২ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন এবং সকল বিত্তবানকে শরীক হয়ে একটি নিরাপদ সড়ক গড়ার আহবান জানান।

Green Umbrella কর্মসূচি কেবল একটি প্রকল্প নয়, এটি একটি প্রতিশ্রুতি—নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক পরিবহনের অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..