মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪ বার পঠিত

‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

০৬ মে, ২০২৫ খ্রি. মঙ্গলবার জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক গৃহীত ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলার অংশীজনদের নিয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় সম্মানিত অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), নারায়ণগঞ্জ।

কর্মশালায় পরিবেশ আন্দোলনের কর্মী, বৃক্ষপ্রেমী, বিভিন্ন নার্সারির মালিক, এনজিও প্রতিনিধি, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী, স্কাউটের ব্যক্তিবর্গ, শিক্ষক, কলেজের শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের কৃষি উপ-সহকারী কর্মকর্তা, সিটি করপোরেশনের প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবীগণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সিটি এলাকায় গাছ রোপনের স্থান চিহ্নিত করা ও গাছের ধরণ এবং পরিমাণ নির্ধারণের জন্য ইউনিয়নভিত্তিক গ্রুপ ওয়ার্ক ও প্রেজেন্টেশন নেয়া হয়। একইসাথে ইউনিয়ন ও সিটি করপোরেশন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়নের জন্য টিম বিল্ডিং ও কমিউনিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..