গৌরীপুরে স্ত্রীকে হত্যার ১৭ বছর পর আসামী গ্রেফতার, রিপোর্ট ও প্রতিবেদন পাঠিয়েছেন ময়মনসিংহ থেকে,মোঃ মাসুদ আলম ভূঁইয়া,
ময়মনসিংহের গৌরীপুরে স্ত্রীকে হত্যার ১৭ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। ব্রাহ্মণবাড়ীয়া সদর থানা এলাকা থেকে রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল (৩৫) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, ২০০৬ সালের ২ জানুয়ারি জুয়েল একই গ্রামের বদু মিয়ার মেয়ে হ্যাপীকে প্রেম করে বাবা-মায়ের অসম্মতিতে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রীকে তার বাবা-মায়ের কাছ থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ দেয় জুয়েল।
পরে টাকা এনে না দেয়ায় তাদের মাঝেমধ্যে ঝগড়া হতো। এমনকি জুয়েল তার স্ত্রীকে এ নিয়ে মারধর করতেন। একপর্যায়ে ওই বছরের ২ ফেব্রুয়ারি সকালে জুয়েল স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যান।
র্যাব কর্মকর্তা বলেন, ঘটনার দিনই নিহতের বাবা বদু মিয়া বাদী হয়ে জুয়েলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ২০১৯ সালের ২৮ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।
ঘটনার পর থেকে দীর্ঘ ১৭ বছর বিভিন্ন জায়গায় পরিচয় গোপন রেখে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেপ্তার তাকে করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ময়মনসিংহ র্যাব-১৪-এর এই কর্মকর্তা।