সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

গোমস্তাপুরে সাব রেজিস্টার অফিসে মানববন্ধনের নিউজ করতে গিয়ে মারধরা শিকার দুই সাংবাদিক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬ বার পঠিত

গোমস্তাপুরে সাব রেজিস্টার অফিসে মানববন্ধনের নিউজ করতে গিয়ে মারধরা শিকার দুই সাংবাদিক

মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ)

গোমস্তাপুর সাব-রেজিষ্ট্রিরি অফিসের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সেরেস্তার নামে সেবা প্রত্যাশি জনগণের কাছ থেকে সরকারি ফিস বহিঃর্ভূত অর্থ আদায় ও মুহুরী সমিতির নামে দলিল লেখকদের চাঁদাবাজীর প্রতিবাদে
মানববন্ধন ও অবস্থান কর্মসূচির নিউজ কাভারেজ করতে গিয়ে দৈনিক সংবাদ সারা বেলা জেলা প্রতিনিধি শাহীন আলম ও দৈনিক গণভক্তি পত্রিকা গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি সাবিরুল ইসলাম স্থানীয় দলিল লেখক আমলীগের দোসরদের হাতে মারধরের শিকার হয়েছে।
এ বিষয়ে সংবাদ সারা বেলার জেলা প্রতিনিধি শাহীন আলম ও দৈনিক গণমুক্তি উপজেলা প্রতিনিধি সামিরুল ইসলাম বলেন, গোমস্তাপুর সাব রেজিস্টার অফিসে সামনে গোমস্তাপুর বাজার পাড়া সমাজ উন্নয়ন যুব সংঘের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করছিল সে মানববন্ধনের নিউজ কাভারের পর অফিস দপ্তরে দাবি সমূহ স্মারকলিপি দেওয়ার  সময় সাংবাদিক ছবি তুলতে গেলে আওমীলীগের দোসর দলিল লেখক মোঃ হুমায়ন কবির টিংকু(৪২)পিতা: মৃত বাবর আলী, গ্রাম বাজার পাড়া, মনিরুল ইসলাম (৫০) পিতা মৃত হেফাজ উদ্দিন, গ্রাম কাশিপুর।অলিউল ইসলাম,(৪০)পিতা: মৃত সুজা উদ্দিন, সাং বাজারপাড়া,
বড় (বাবু ) (৫০) পিতা: মৃত মতি হাজি, সাং কাশিপুর।
হাসমত আলী (৫০)পিতা:আব্দুল মাবুদ, সাং নিমতলা ।শামিম উদদোয়া(৩০)পিতা: মৃত্যু আজম আলি, সাং বাজারপাড়া।
বাকি (৬০) পিতা: মৃত বশির উদ্দিন, সাং বাজার পাড়া।
মিনহাজুল ইসলাম ( টিটো)(৪২)পিতা: মকলেসুর রহমান, সাং বাজারপাড়া।
আরতর্কিতভাবে হামলা চালায় এবং ফোন ছিনিয়ে নেই , পরে স্থানীয়দের সহযোগিতায় ফোনটি উদ্ধার হয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার(ভারপ্রাপ্ত) ওসি রইসউদ্দিন জানান অভিযোগ পেয়েছি এ বিষয়ে কাজ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..