মোঃ এনামুল হক গাইবান্ধা জেলা প্রতিনিধি
বাংলাদেশের ২৩টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় গোবিন্দগঞ্জ প্রথম শ্রেণির পৌরসভায় গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও ওভার ট্যাংক স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পৌরসভার ৪ নং ওয়ার্ডের রেজিস্ট্রি অফিস সংলগ্ন পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের স্থানে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন, প্রধান অতিথি পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। এসময় বিশেষ অতিথি ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী রেজোয়ান হোসেন,সাপমারা ইউপি চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল,পৌর প্যানেল মেয়র-১কাউন্সিলর শাহীন আকন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসাবে সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম ডাকুয়া, প্যানেল মেয়র২ কাউন্সিলর রিমন কুমার তালুকদার, কাউন্সিল মোখলেছুর রহমান, কাউন্সিলর মিজানুর রহমান রিপন,কাউন্সিলর সামস্ উদ্দিন ভেলা, কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু, কাউন্সিলর জোহরা বেগম,কাউন্সিলর সাহানা বেগম,কাউন্সিলর সুইটি বেগম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ,বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহবায়ক তারিক রিফাত,সদস্য সচিব রবিউল ইসলাম,দলিল লেখক সমিতির সভাপতি আলমগীর হোসেন প্রধান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..