গোবিন্দগঞ্জে ৯৪ বোতল ফেন্সিডিল সহ আটক ৩
মোঃ এনামুল হক
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সদস্যরা পৌরসভার বাঁধন তেল পাম্পের সামনে কোচে তল্লাশি চালিয়ে ৩ জনকে আটক করে।
থানা সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ টু দিনাজপুর আঞ্চলিক সড়কে নিয়মিত চেকিংয়ের সময় এসআই আকতার, আরিফ, এএসআই মুশফিক, মাসুদ ও সাইফুল-২ দিনাজপুর হতে ছেড়ে আসা ঢাকাগামী এসআর পরিবহনের বাসে তল্লাশি চালায়। এসময় তিনটি স্কুল ব্যাগে ৯৪ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার নুনামাটি গ্রামের মৃত হামিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (২০), একই উপজেলার দল্লা বানিয়াখাড়ি গ্রামের হাফিজারের ছেলে নূর ইসলাম (২১) ও কোতোয়ালি থানার বড়াইপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে সাকিব (২০)।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ৯৪ বোতল ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।