বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে লকডাউন না মানায় ১৩ জনকে ১৭,৭০০টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৯৫ বার পঠিত

 

মোঃ এনামুল হক
বিশেষ প্রতিনিধি
করোনা সংক্রমণ বিস্তার রোধে চলমান লকডাউন অমান্য করায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পৌরসভাসহ বিভিন্ন হাট বাজারে মাস্ক না পরা,সরকারি বিধিনিষেধ না মানায় ইজারাদারসহ ১৩ জনকে ১৭,৭০০/ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো নাজির হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন।
কঠোর লকডাউনের ৮ম দিনে (৮জুলাই) বৃহস্পতিবার সকাল থেকেই সড়কে তৎপর রয়েছেন আইন শৃঙ্খলাবাহিনী। গত ৭ দিনের তুলনায় আজ রাস্তায় বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। লক ডাউনের ৮মদিনে জনসাধারনকে সরকারি বিধি নিষেধ মানাতে উপজেলা প্রশাসন সেনাবাহিনী,র‌্যাব,ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ ছিল কঠোর অবস্থানে।কাঁচা বাজারে লোক সমাগম ছিল চোখে পড়ার মত। শপিংমল,মার্কেটসহ অন্যান্য দোকানপাট বিগত দিনের মতই কৌশলে খোলা রাখছিলেন ব্যবসায়ীরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন জানান- সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলার সর্বত্র সেনাবাহিনী,র‌্যাব এবং থানা পুলিশকে সাথে নিয়ে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা কার্যক্রম চালাচ্ছি।বিধি-নিষেধ অমান্য করায় আজও ১৩ জনকে ১৭,৭০০/ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মানুষদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে চলমান লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। এর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মাঠে কাজ করছেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..