শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে মসজিদের ইমামকে ছুরিকাঘাত করে কুপিয়ে হত্যার চেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ বার পঠিত

গোবিন্দগঞ্জে মসজিদের ইমামকে ছুরিকাঘাত করে কুপিয়ে হত্যার চেষ্টা

মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ শিবপুর ইউনিয়নের শিবপুর বাদুরতলা এলাকায় রাস্তার পানি নিস্কাশনকে কেন্দ্র করে হাফেজ মাওলানা নূর আলম সিদ্দিকী নামে এক মসজিদের ইমামকে ধারালো ছোরা দিয়ে এলোপাথারী অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে এলাকার চিহ্নিত দুস্কৃতিকারী।

জানা যায়, উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর বাদুরতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে হাফেজ মাওলানা নূর আলমের বাড়ীর সামনের রাস্তায় গত কয়েকদিনের বৃষ্টিতে পানি জমে গেলে আজ শুক্রবার ভোরে হাফেজ মাওলানা নূর আলম জমানো পানিগুলি নিস্কাশনের সময় পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার চিহুিত দুস্কৃতিকারীরা হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে ধারালো ছোরা দিয়ে তার মাথায় ও শরীরে কুপিয়ে গুরুতর জখম করলে সে রক্তক্ষরনে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া (শজিমেক) হাসপাতালে রেফার্ট করে। আহত ইমাম চকরহিমাপুর জামে মসজিদে ইমামতি করেন।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইজার উদ্দিন বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে আহত ইমামের দ্রুত সুস্থতা কামনা করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুস্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক বিচার দাবী করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..