গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ প্রাইমারি স্কুলের সরকারি বই জব্দ।
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ৬ বস্তা সরকারি পাঠ্যবই অন্যত্র পাচারের সময় জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে বইগুলো জব্দ করে উপজেলা শিক্ষা কর্মকর্তা।
জানাগেছে, গোবিন্দগঞ্জ থেকে অন্যত্র পাচারের সময় প্রাথমিক বিদ্যালয়ের ৬বস্তা নতুন পাঠ্যবই চিনির বস্তায় প্যাকেট করা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা সাংবাদিকদের জানান। কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে কুরিয়ার সার্ভিসে বুকিং করতে আসা এক ব্যক্তিকে জিজ্ঞাবাদ করে। এসময় লোকটি বইগুলো গোবিন্দগঞ্জ শিক্ষা অফিসের এক কর্মকর্তার মাধ্যমে পেয়েছেন বলে জানিয়ে দ্রুত পালিয়ে যান।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বই সরকারি অফিস ছাড়া অন্য কেউ এভাবে অন্যত্র পাচার করতে পারে কিনা তা নিয়ে স্থানীয় সচেতন মহল বিষ্ময় প্রকাশ করেছেন।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার রমজান আলীর কাছে জানতে চাইলে তিনি বই জব্দ করার কথা স্বীকার করে বলেন, কিভাবে বইগুলো সেখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। কোন অনিয়ম পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।