গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধুর ১শ ৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার (১৭মার্চ) দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকালে উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ,বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা আওয়ামীলীগের দলীয় কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এরপর উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ কার্যালয়ে কেক কর্তন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কেক কর্তনের পর উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফ হোসেনের সভাপতিত্বে অধ্যাপক ফিরোজ খানুনের সঞ্চালনায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোকাদ্দেস আলী বাদু,।এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ, মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবিব প্রিন্স,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগমপ্রমুখ।