শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের লাশ উদ্ধার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৪৬ বার পঠিত

গোবিন্দগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের লাশ উদ্ধার।
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুইদিন পর নদী থেকে ভাসমান তিন সন্তানের জনক এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চাঁদভোবনা গ্রামের বাড়ীর পার্শ্ববর্তী একটি খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।নিহত ভ্যান চালক গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের খোকা মিয়ার ছেলে মোখলেছ (৪০)। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সে একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে মশিউর রহমান (৩০)।

নিহতের স্ত্রী বালিতন বেগম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মোখলেছের কিছু মুখচেনা বন্ধুবান্ধব তাকে ডেকে নিয়ে যায়। সারা রাত সে বাড়িতে ফিরে না আসায় পরদিন তারা বিভিন্নস্থানে খোজাখুঁজি করতে থাকে। বুধবার বিকেলে পার্শ্ববর্তী চাঁদভোবনা ব্রীজের নিকট খালের পাশে তার সেন্ডেল পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। পরে পাশে তার গেঞ্জি ও লুঙ্গী পড়ে থাকতে দেখে স্থানীয়রা খালের পানিতে অনুসন্ধান করেও কোন খোজ পায়নি।

বৃহস্পতিবার সকালে ওই খালের পানিতে মিজানুরের মরদেহ ভেসে উঠলে গ্রামবাসীরা গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..