গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫কেজি গাজাসহ পরিতোষ বর্মণ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়,গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ক্রোড়গাছা গ্রামের গ্রেফতারকৃত আসামী ১/শ্রী পরিতোষ বর্মন (৪৩) পিতা মৃত.যোগেন্দ্রনাথ বর্মন। আসামীর বসতবাড়ি হইতে ০৫ (পাঁচ)কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গাইবান্ধা জেলার পুলিশ সুপার বলেন,গাইবান্ধা জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
এছাড়াও প্রেক্ষিত পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনা সহ রাষ্ট্রের অব্যাহত অগ্রযাত্রার অভিষ্ঠ লক্ষ্য অর্জনে টেকসই নিরাপত্তা ও শান্তির জন্য অহর্নিশ দিবারাত্র কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। সম্মানিত নাগরিকদের জানমাল, আইনী প্রতিকার, অপরাধ দমন ও নিবারন সহ বহুমাত্রিক কাজে নানাবিধ উপায়ে আইনের আলোকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।