মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ওয়ার্কার্স পার্টির মহামারি করোনা প্রতিরোধে সচেতনতামুলক মাক্স বিতরন ও পথসভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৮৭ বার পঠিত

 

মোঃ এনামুল হক 
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সারা উপজেলা মহামারি করোনা প্রতিরোধে সচেতনতা তৈরিতে মাক্স বিতড়ন কর্মসূচী ২য় দিনে  অতিবাহিত হয়েছে।
গতকাল  ৯জুলাই শুক্রবার বিকেল ৩টায় এ কর্মসূচীর নেতৃত্ব দেন উপজেলা পার্টির সভাপতি ও গোবিন্দগন্জ নাগরিক কমিটির আহবায়ক  জননেতা কমরেড  এম এ মতিন মোল্লা।বুড়াবুড়ি বাজার.নয়ার হাট.বুনাতলা বাজার.কোচাশহর বাজার ও শ্রীমুখ চৌরাস্তা মোড়ে মাক্স বিতড়ন.পায়ে হেটে ও পথসভা করে সচেতন সৃষ্টির জন্য উপস্হিত ছিলেন সেচ পাম্প মালিক সমিতির উপজেলা সভাপতি আবুল কাসেম.যুব মৈত্রী সভাপতি আশরাফুল ইসলাম. কোচাশহর পার্টির সাঃ সম্পাঃ ডাঃ মোজাফ্ফর হোসেন.জাতীয় কৃষক সমিতি নেতা জহুরুল ইসলাম.লুৎফর রহমান .দেলোয়ার হোসেন. স্হানীয় আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ প্রমুখ।নেতৃবৃন্দ টিকা গ্রহন.মাক্স পড়া.সামাজিক দূরত্ব ও ঘরে অবস্থান করার আহ্বান জানান। সেই সঙ্গে  করোনা চিকিৎসা সহ কর্মহীন গরীব মেহনতী মানুষের দূনীতিমুক্ত খাদ্য সহায়তা প্রদান করার আহ্বান জানান। উপজেলার সব জায়গায় এ কর্মসূচী চলমান থাকবে বলে ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..