গোবিন্দগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের শ্রদ্ধার্ঘ্য জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক সাংসদ আবুল কালাম আজাদ
গাইবান্ধা প্রতিনিধি
মহান একুশে ফেব্রুয়ারি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃবাষা দিবস। মায়ের ভাষায় কথা বলার অধিকার ছিনিয়ে আনতে ১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ১৪৪ ধারা ভঙ্গ করে সেদিন ঢাকার রাজপথে মিছিলে যোগদান করা ভাষা আন্দোলনকারীদের উপর পুলিশ নির্বিচারে গুলি করে আর সেই গুলিতে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেকেই। সেদিন রক্তের দামে মায়ের মুখের ভাষার দাম দিয়েছে বাংলা মায়ের দামাল ছেলেরা।
সেই মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে শহীদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ভাষা শহীদদের আত্মার চিরশান্তি কামনা করে নিরবতা পালন করেন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতির পর একে একে শহীদ মিনারে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, তাঁতীলীগসহ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জনাব মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম প্রধান জুয়েল, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম প্রধান শাহিন, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক শৈলেন্দু মোহন রায়, পৌর প্যালেন মেয়র ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আলম বুলবুল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক হামিদুল ইসলাম যুগ্ম-আহ্বায়ক ও কামারদহ ইউপির চেয়ারম্যান তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউপির চেয়ারম্যান মাসুদার রহমান মুরাদসহ বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, তাঁতীলীগসহ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।