গোবিদগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন
মোঃ এনামুল হক
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিদগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা ইউনিটর ২০২২ইং সালের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমাদন করা হয়েছে। গত-২৮/০১/২০২২ইং তারিখে জাতীয় সাংবাদিক সংস্থার কেদ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট কলামিস্ট আলতাফ হাোসন স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেন।
বাংলাদেশের সাংবাদিক জগতের সবচেয়ে প্রাচীনতম ও আস্থার সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা। যার সরকারি নিবন্ধন নং- সি-৯৫০৭৪/১১। সংগঠনটি ইতিমধ্যে গৌরবের ৪০ বছর পার করছে।
কমিটির নেতৃবৃন্দরা হলেনঃ
বগুড়া থেকে প্রকাশিত দৈনিক চাঁদনী বাজার পত্রিকার গোবিদগঞ্জ উপজলা প্রতিনিধি জিল্লুর রহমান সরকার কে সভাপতি, দৈনিক মহাস্থান পত্রিকার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া সহ-সভাপতি , দৈনিক আজকের সংগ্রাম, উত্তর কোণ প্রতিদিনের বাতাঁ পত্রিকার প্রতিনিধি সাজাদুর রহমান সাজু সাধারণ সম্পাদক, দৈনিক খবর পত্র পত্রিকার প্রতিনিধি শাহিন খদকার যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মুক্ত বার্তা পত্রিকার প্রতিনিধি মুক্তার সরকার সাংগঠনিক সম্পাদক, দৈনিক জয় সাগর পত্রিকার প্রতিনিধি শামছুজ্জামান সামসুল প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক আজকর দর্পন পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান দপ্তর সম্পাদক, দৈনিক বিজনস ফাইল পত্রিকার প্রতিনিধি আব্দুর রহিম কার্য্যনির্বাহী সদস্য, দৈনিক সন্ধ্যাবানী পত্রিকার প্রতিনিধি এনামুল হক কার্য্যনির্বাহী সদস্য , দৈনিক বাংলাদশ সমাচার পত্রিকার প্রতিনিধি খসরু মাহমুদ কার্য্যনির্বাহী সদস্য, ক্যামরা পার্সন ও অফিস সহকারী জাকির হোসন কে কার্যনির্বাহী সদস্য পদে এই কমিটির অনুমাদন দেওয়া হয়।
এদিকে কমিটি অনুমাদন হওয়ায় নেতৃবৃন্দকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনদন ও শুভেচছা জানানা হয়েছে।