শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জ-৩আসনে( টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া) আসনে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ফরম কিনেছেন মহসিন শেখ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩ বার পঠিত

গোপালগঞ্জ-৩আসনে( টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া) আসনে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ফরম কিনেছেন মহসিন শেখ।

মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ-৩ আসনে (টুংগীপাড়া ও কোটালীপাড়া) সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন মোঃ মহাসিন শেখ, যিনি বর্তমানে গন অধিকার পরিষদ টুংগিপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি, গন অধিকার পরিষদের সভাপতি জনাব ভিপি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান এবং আনিসুল হক মুন্নার হাত থেকে মহাসিন শেখ দলের পক্ষ থেকে দলীয় নমিনেশন (সি ভি) জমা দিয়েছে। এ সময় তারা মহাসিন শেখের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং তাঁর সফলতা কামনা করেছেন।

মোঃ মহাসিন শেখ, টুঙ্গিপাড়া উপজেলার জনগণের জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং তিনি এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। এই প্রেক্ষিতে তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন, যাতে তিনি নির্বাচনে জয়লাভ করে গোপালগঞ্জ-৩ আসনের জনগণের সেবা করতে পারেন।

এদিকে, তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে দেখতে তাদের আগ্রহ বেড়ে গেছে। মহাসিন শেখের আশা, তাঁর কার্যক্রমের মাধ্যমে গোপালগঞ্জ-৩ আসনের মানুষের জন্য উন্নয়ন, সুশাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..